Site icon Jamuna Television

মারা গেলেন ‘গাল্লি বয়’ এর র‍্যাপার, শোক প্রকাশ রণবীর-সিদ্ধার্থের

নিহত র‍্যাপার।

রণবীর সিং এবং সিদ্ধার্থ চতুর্বেদী অভিনীত ‘গাল্লি বয়’ ছবির র‍্যাপার ধর্মেশ পারমার ওরফে এমসি তোড়ফোড় মারা গেছেন। মাত্র ২৪ বছর বয়সে মারা গেছেন এই র‍্যাপার। তবে তার মৃত্যুর কারণ এখনও অস্পষ্ট। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রণবীর সিং, সিদ্ধার্থ চতুর্বেদী এবং পরিচালক জোয়া আখতার। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত জোয়া আখতারের ‘গাল্লি বয়’ ছবির ‘ইন্ডিয়া ৯১’ গানে র‍্যাপ করেছিলেন এমসি। সেই সূত্রেই বলিউড শিল্পীদের সাথে সখ্যতা গড়ে ওঠে তার। এত কম বয়সে এই র‍্যাপারের প্রয়াণ মেনে নিতে পারছেন না তার সহকর্মীরা।

শোক প্রকাশ করে এমসির একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন রণবীর। সেই সাথে জুড়ে দিয়েছেন একটি ‘ব্রোকেন হার্ট’ ইমোজি। সিদ্ধান্ত চতুর্বেদীরও প্রয়াত র‍্যাপারের সঙ্গে কথোপকথনে একটি স্ক্রিনশট পোস্ট করেছেন। সেই সাথে তিনি লেখেন, ‘ভাল থেকো ভাই।’

শোক প্রকাশ করেছেন জোয়া আখতারও। সোশ্যাল মিডিয়ায় এমসির উদ্দেশ্যে তিনি লিখেছেন, খুব তাড়াতাড়ি চলে গেলে তুমি। আমার সৌভাগ্য যে আমাদের দেখা হয়েছিল। তোমার আত্মার শান্তি কামনা করি।

এসজেড/

Exit mobile version