Site icon Jamuna Television

কন্যা সন্তান জন্মানো নিয়ে দাম্পত্য কলহ, দুই মাসের শিশুর মরদেহ মিললো ওভেনে

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত।

দিল্লির একটি বাড়ির মাইক্রোওয়েভ ওভেনের ভেতর থেকে দুই মাস বয়সী শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অনন্যা নামের এই শিশু চলতি বছরের জানুয়ারিতে জন্মগ্রহণ করে। সোমবার (২১ মার্চ) স্থানীয় সময় সকাল থেকে নিখোঁজ ছিল সে। বিকেলে বাড়ির ওভেন থেকে তার ছোট্ট নিথর দেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাথমিকভাবে শিশুটির মাকে সন্দেহ করছে পুলিশ। জেরা চলছে দম্পতির। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

চার বছর বয়সী এক পুত্র সন্তানের পর বাবা-মায়ের একমাত্র মেয়ে হয়েই জন্মেছিল অনন্যা। তবে তার জন্মের পর থেকেই বাবা গুলশন কৌশিক ও মা ডিম্পল কৌশিকের মধ্যে ঝামেলা লেগে থাকতো। সোমবার স্বামীর সাথে ঝগড়া করে ঘরের দরজা ভেতর থেকে আটকে দেন ডিম্পল। অনেকক্ষণ কোনও সাড়া না পাওয়ায় ডিম্পলের শাশুড়ি বিষয়টি প্রতিবেশীদের জানান। প্রতিবেশীরা তখন পুলিশে খবর দেয়।

পুলিশ জানায়, খবর পেয়ে ওই ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে দক্ষিণ দিল্লির পুলিশের একটি দল। সেই ঘরের মেঝেতে ডিম্পলকে অচেতন অবস্থায় দেখতে পাওয়া যায়, তবে শিশুটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তখন পুলিশের সাথে প্রতিবেশীরাও খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির এক স্থানে রাখা ওভেনের দিকে চোখ পড়তেই চমকে ওঠেন প্রতিবেশীরা। তার ভেতর থেকেই তখন বের করে আনা হয় শিশুটিকে।

এ ঘটনায় এরই মধ্যে ওই দম্পতিকে জেরা করতে শুরু করেছে পুলিশ। এ ঘটনায় ডিম্পলের শ্বশুর বাড়ির কারো হাত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

এসজেড/

Exit mobile version