Site icon Jamuna Television

ব্লকবাস্টার সিনেমাস আয়োজন করছে ‘সুবর্ণ জয়ন্তীতে স্বাধীনতা’

‘সুবর্ণ জয়ন্তীতে স্বাধীনতা’ নামের ইভেন্ট আয়োজন করছে ব্লকবাস্টার সিনেমাস। তাতে অংশ নিয়ে জেতা যাবে গিফট ভাউচার। ২৮ মার্চ দুপুর পর্যন্ত এই ইভেন্টে অংশ নেয়া যাবে। আর ২৯ মার্চ বিকেলে যমুনা ফিউচার পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। এছাড়া বিনামূল্যে সিনেমা দেখার সুযোগও থাকছে।

এই ইভেন্টে অংশ নিতে হলে অংশগ্রহণকারীকে তার স্বাধীনতা উদযাপনের কোনো ছবি ক্যাপশনসহ ফেসবুকে পোস্ট করতে হবে। এছাড়া আরও নানা নিয়ম রয়েছে।

এ আয়োজনে সহযোগিতা করছে ডায়মন্ড ওয়ার্ল্ড, ডিমান্ড, এলএইচএল, ম্যাক্স ব্যাগ, কেএফসি, মমতাজ, বিশ্বরঙ, ভোগ, হুর, জেড লং লাইফ হাসপাতাল, যমুনা টেলিভিশন, দৈনিক যুগান্তর ও ক্যানভাস। বিস্তারিত জানা যাবে ব্লকবাস্টার সিনেমাসের ফেসবুক পেজে।

Exit mobile version