Site icon Jamuna Television

সম্পর্কের উন্নয়ন ঘটাতে রাশিয়া ও উত্তর কোরিয়ার আলোচনা

রাশিয়া ও উত্তর কোরিয়ার পতাকা। ছবি: সংগৃহীত।

বর্তমানে ‘পরিবর্তিত’ বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে দ্বিপাক্ষিক সম্পোর্কন্নয়ন নিয়ে আলোচনা করতে রাশিয়ায় নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতের সাথে দেখা করেছেন রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার (২২ মার্চ) এ তথ্য জানায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল জাজিরার।

রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী ইগর মোরগুলভ এবং রাশিয়ায় নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত সিন হং-চোলের মধ্যে এমন সময় আলোচনা হলো যখন ইউক্রেনে আগ্রাসনের কারণে পশ্চিমা বিশ্বের ক্রমাগত নিষেধাজ্ঞার মুখোমুখি হচ্ছে রাশিয়া।

গত মাসেই ইউক্রেন সংকটের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করে উত্তর কোরিয়া। সে সময় দেশটি জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের ‘আধিপত্যবাদী নীতি’র কারণেই ইউক্রেনে সংকট চলছে।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট পুতিনের এক আদেশের পর ‌ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। এর পর থেকে আজ পর্যন্ত টানা ২৭ তম দিনের মতো চলছে সংঘাত। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্যানুযায়ী, যুদ্ধে এ পর্যন্ত দু’পক্ষেরই শতশত সৈন্য নিহত হয়েছে। মারা গেছেন অনেক বেসামরিক ইউক্রেনীয় নাগরিকও। জাতিসংঘের তথ্যানুযায়ী, ইউক্রেন ছেড়ে পার্শ্ববর্তী দেশগুলোতে পালিয়েছে দেশটির প্রায় ৩৫ লাখ মানুষ।

জেডআই/

Exit mobile version