Site icon Jamuna Television

রাজশাহী, খুলনা ও বরিশালে দুই চুলার গ্যাস বিল বাড়ানোর প্রস্তাব

ছবি: সংগৃহীত।

বৃহত্তর রাজশাহী, খুলনা ও বরিশাল এলাকায় দুই চুলার গ্যাস বিল ১০৫ টাকা বাড়িয়ে ১০৮০ টাকা করার সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি। পশ্চিমাঞ্চল ও সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড— রাষ্ট্রায়াত্ত্ব এ দুই গ্যাস বিতরণকারী কোম্পানির প্রস্তাবের বিপরীতে বিইআরসি’র কারিগরি মূল্যায়ন কমিটি এ সুপারিশ করে।

মঙ্গলবার (২২ মার্চ) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের অডিটরিয়ামে গ্যাসের মূল্য নিয়ে চলা গণশুনানির দ্বিতীয় দিনে এ সুপারিশ করা হয়েছে।

এসব এলাকার জন্য গ্যাস বিতরণকারী এ দুই কোম্পানির পক্ষ থেকে গ্রাহক পর্যায়ে প্রতি ঘনমিটার গ্যাসের জন্য ২০ টাকা ৩৫ পয়সা করার প্রস্তাব আসে। যার বর্তমান মূল্য ৯ টাকা ৩৬ পয়সা। এছাড়া মিটার ছাড়া গ্রাহকদের জন্য আবাসিকে এক চুলায় ৯২৫ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা এবং দুই চুলার ক্ষেত্রে ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ১০০ টাকার প্রস্তাব আসে।

এ সময় বিইআরসি চেয়ারম্যান বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, বর্তমান বাস্তবতায় এই দাম বাড়ানোর প্রস্তাব বাস্তবসম্মত নয়। কমিশন সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

এ প্রস্তাবের বিপরীতে ভোক্তা পর্যায়ে প্রতি ঘনমিটার ১১ টাকা ৬৪ পয়সা সুপারিশ করেছে কারিগরি কমিটি। মিটারবিহীন এক চুলার জন্য ৯২৫ টাকা থেকে বাড়িয়ে ৯৯০ টাকা এবং দুই চুলার জন্য ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮০ টাকা সুপারিশ করা হয়।

/এমএন

Exit mobile version