Site icon Jamuna Television

ইউক্রেনীয়দের জন্য পদক নিলামে তুললেন নোবেলজয়ী রাশিয়ান

ছবি: সংগৃহীত।

ইউক্রেনীয় শরণার্থীদের জন্য তহবিল সংগ্রহের ‌উদ্দেশে নিজের পদক নিলামে তুলেছেন রাশিয়ার নোবেলজয়ী সাংবাদিক দিমিত্রি মুরাটভ। তিনি নোভায়া গাজেতার পত্রিকার প্রধান সম্পাদক এবং গত বছরের নোবেল শান্তি পুরস্কারের যৌথ বিজয়ী।

সংবাদপত্রে প্রকাশিত একটি নিবন্ধে মুরাটভ বলেছেন, নোভায়া গাজেতা এবং আমি ২০২১ সালের নোবেল শান্তি পুরস্কারটি ইউক্রেনীয় শরণার্থী তহবিলে দান করার সিদ্ধান্ত নিয়েছি। খবর আল জাজিরার।

তিনি আরও বলেন, রুশ-ইউক্রেন সংঘাতের জেরে এরইমধ্যে ১০ মিলিয়নেরও বেশি মানুষ শরণার্থী হয়েছে। তাই আমি নিলাম ডাকা প্রতিষ্ঠানগুলোকে আমার সিদ্ধান্তের ব্যাপারে বলি যাতে বিশ্ববিখ্যাত এই পুরস্কারটি নিলামে তোলা হয়।

আরও পড়ুন: সম্পর্কের উন্নয়ন ঘটাতে রাশিয়া ও উত্তর কোরিয়ার আলোচনা

প্রসঙ্গত, টানা ২৭ তম দিনের মতো চলছে রুশ-ইউক্রেন সংঘাত। সংঘাত নিরসনে কয়েকবার শান্তি আলোচনা অনুষ্ঠিত হলেও আসেনি কার্যকর সমাধান। যুদ্ধে সরাসরি যোগদান না করলেও ইউক্রেনের সাহায্যার্থে এগিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। খাদ্য ও অন্যান্য সহায়তা ছাড়াও দিয়ে যাচ্ছে অস্ত্র সহায়তা।

জেডআই/

Exit mobile version