Site icon Jamuna Television

আফগানিস্তানে বোমা হামলায় নিহত ৬৩

আফগানিস্তানের রাজধানী কাবুল ও বাঘলান প্রদেশের ভোটার নিবন্ধন কেন্দ্রে আইএস জঙ্গিদের সিরিজ বোমা হামলায়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জনে।

এর মধ্যে কাবুলের একটি ভোটার নিবন্ধন কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছে ৫৭ জন। আহত ১১০ স্থানীয় বাসিন্দা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই ঘটনার পর বাঘলান প্রদেশের ‘পুল-ই-খুমারি’ এলাকার অপর একটি ভোটার কেন্দ্রে বোমা হামলা চালায় আইএস। প্রাণ যায়, একই পরিবারের ৬ জনের। প্রশাসনের দাবি, অক্টোবরের পার্লামেন্ট ও আঞ্চলিক পরিষদের নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে এ ধরনের হামলা চালাচ্ছে জঙ্গি সংগঠনগুলো।

Exit mobile version