Site icon Jamuna Television

সিরাজগঞ্জ আদালতে অফিসের তালা ভেঙে টানা তিনদিন ধরে চুরি

চুরি হওয়া এলোমেলো আলমারি

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ আদালতের ভিপি কৌসুলিদের কক্ষের তালা ভেঙে টানা তিনদিন ধরে চুরির ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। খোয়া গেছে প্রায় ৬০০ গুরুত্বপূর্ণ নথি ও পুরোনো ডায়েরি। থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। নথি চুরি যাওয়ায় মামলা পরিচালনা করতেও তৈরি হচ্ছে জটিলতা।

সিরাজগঞ্জে পুরাতন কালেক্টরেট ভবনের ভিপি কৌসুলিদের কক্ষ। জানা গেছে, কয়েকটি আলমারি থেকে চুরি গেছে গুরুত্বপূর্ণ মামলার ফাইল আর পুরোনো ডায়েরি। তাও, একদিন নয়, চুরি হয়েছে টানা ৩ দিন ধরে।

কৌসুলীদের দাবি, শনিবার (১৯ মার্চ) আলমারীর তালা প্রথম ভাঙা হয়। ২০ মার্চও একই চিত্র। তারপরের দিনও তালা ভাঙে দুর্বৃত্তরা। চুরি করে নিয়ে যায় প্রায় ৬০০ নথি ও পুরোনো ডায়েরি। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ধারণা করা হচ্ছে-বিশেষ কোন মামলার নথি সরাতেই হানা দিয়েছিল দুর্বৃত্তরা।

কোর্ট মসজিদের ইমাম জানান, ২১ মার্চ রাতে একজনকে দৌড়ে পালাতে দেখেছেন তিনি। তবে, শনাক্ত করা যায়নি তাকে। এরইমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্তের পর ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়েছে। এদিকে, নথি হারানোর ঘটনায় মামলার কার্যক্রম চালাতে গিয়ে জটিলতা তৈরি হচ্ছে প্রতিনিয়ত।

/এসএইচ

Exit mobile version