Site icon Jamuna Television

‘মাতাল হয়ে অনুশীলনে আসেন নেইমার’

ছবি: সংগৃহীত

মাতাল অবস্থায় অনুশীলনে আসেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার, এমন দাবি করেছেন ফ্রান্সের সাংবাদিক ড্যানিয়েল রিয়োলো। খবর আরএমসি স্পোর্টসের।

সম্প্রতি আরএমসি স্পোর্টকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা তুলে ধরেন ড্যানিয়েল। দলের নিয়মিত অনুশীলনকে গুরুত্ব দেন না নেইমার এমন অভিযোগও করেছেন তিনি। তার দাবি, নেইমার অনুশীলনে খুবই কম আসেন, আসলেও গুরুত্বের সাথে নেন না। তাকে দেখলে মনে হয় যেন পিএসজির প্রতি কোনো ধরনের ব্যক্তিগত ক্ষোভ আছে তার।

ড্যানিয়েল আরও বলেন, আমাদের উচিৎ ওর সাথে সমস্ত দেনা-পাওনা মিটিয়ে ফেলে ওকে যেতে দেয়া। যত বেশি সময় ক্লাবে থাকবে, ক্ষতিই হবে।

সপ্তাহ দুয়েক আগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যায় পিএসজি। আর দুদিন আগে লিগ টেবিলের ১১ নম্বরে থাকা মোনাকোর বিপক্ষেও হেরেছে প্যারিস জায়ান্টরা। টানা বিপর্যয়ে সমালোচনার ঝড় উঠেছে, বাড়তি ঝড় ক্লাবটির ব্রাজিলিয়ান তারকা নেইমারকে নিয়ে। এরমধ্যেই এমন বিস্ফোরক মন্তব্য করে বসলেন এ ফরাসি সাংবাদিক।

/এসএইচ

Exit mobile version