Site icon Jamuna Television

নিষিদ্ধ হলেন জেসন রয়

ছবি: সংগৃহীত

জেসন রয়কে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পাশাপাশি ২ হাজার ৫০০ পাউন্ড জরিমানাও করা হয়েছে তাকে।

মঙ্গলবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, ইসিবির নির্দেশনার ৩.৩ নম্বর ধারা ভঙ্গ করেছেন জেসন রয়। যদিও রয়ের অপরাধের বিষয়ে পরিষ্কার করে কিছুই জানায়নি বোর্ড। এতে তৈরি হয়েছে এক ধরনের রহস্য, উঠছে প্রশ্ন।

ইসিবির বিবৃতিতে বলা হয়েছে, রয় এমন আচরণ করার অভিযোগ স্বীকার করেছে, যা ক্রিকেটের স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে বা ক্রিকেট-ইসিবি ও তার নিজেকে অসম্মানিত করতে পারে।
আরও পড়ুন: আজ সিরিজ জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ
ইউএইচ/

Exit mobile version