Site icon Jamuna Television

বঙ্গবন্ধু কাবাডির সেমিতে আজ মুখোমুখি হবে বাংলাদেশ-ইরাক

ছবি: সংগৃহীত

আট জাতির আসরে আজ দ্বিতীয় সেমিফাইনালে ইরাকের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু হবে দুপুর আড়াইটায়।

শেষ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। টানা তিন জয়ে দারুণ আত্মবিশ্বাসী তুহিন তরফদারের দল। তবে ইরাককে মোটেও সহজভাবে নিচ্ছে না বাংলাদেশ। ইরাকের অধিনায়ক আলী সারি বাংলাদেশকে হারানোর হুমকিও দিয়ে রেখেছেন।

এই আসরে কেনিয়ার কাছে পরাজয় দিয়ে আসর শুরু করে ইরাক। তবে নেপাল ও ইন্দোনেশিয়াকে হারিয়ে ইরাকের শক্তিশালী গড়নের খেলোয়াড়রা চমক দেখায়। প্রথম সেমিফাইনালে কেনিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা।
আরও পড়ুন: আজ সিরিজ জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ
ইউএইচ/

Exit mobile version