Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

স্ত্রী হত্যার দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বশির উদ্দিন

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রী হত্যার দায়ে স্বামী বশির উদ্দিনকে আমৃত্যু কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৩ মার্চ) বেলা ১১ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি তারিখে রামগতি উপজেলার দক্ষিন টুমচর আদর্শ গ্রামে মমতাজ বেগমকে তার স্বামী কুপিয়ে হত্যা করে। এসময় পার্শ্ববর্তী সয়াবিন ক্ষেতে তার মরদেহ ফেলে রাখা হয়।

পরে ২৬ ফেব্রুয়ারি নিহতের ভাই মো. জসীম বাদী হয়ে মমতাজের স্বামী বশিরকে আসামি করে রামগতি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে, ১৪ জানুয়ারি ২০১৭ সালে পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ শুনানী শেষে আদালত এ রায় দেন। পরে সাজাপ্রাপ্তকে কারাগারে পাঠায় পুলিশ।

/এসএইচ

Exit mobile version