Site icon Jamuna Television

প্রণোদনার দাবিতে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালের পরিচালককে অবরুদ্ধ করলেন নার্সরা

ফরিদপুর প্রতিনিধি:

করোনাকালীন সময়ের প্রণোদনার টাকা না পেয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে অবরুদ্ধ করে রাখে নার্স-ওয়ার্ড বয় ও কর্মচারীরা।

বুধবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় প্রণোদনার টাকার দাবিতে পরিচালকের কক্ষে অবস্থান নেয় প্রতিষ্ঠানটির করোনা ওয়ার্ডে ডিউটি করা নার্স, ওয়ার্ড বয়গণ। আগামী ১০ দিনের মধ্যে টাকা দেয়ার ব্যবস্থা নেয়া হবে এমন আশ্বাসে ওয়ার্ডে ফিরে যান সেবিকাগণ।

আন্দোলনরত নার্সরা জানায়, যারা করোনার সময়ে জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা দিয়েছে, তাদের জন্য সরকারের পক্ষ থেকে ১ কোটি ৬০ লক্ষ টাকা প্রতিষ্ঠানটির অনুকূলে বরাদ্দ করে গত বছরের জুলাইয়ে। কিন্তু আমাদের পরিচালকের খাম-খেয়ালির কারণে সেই টাকার মধ্যে ১ কোটি টাকা ফেরত চলে গেছে। আমরা এই অযোগ্য পরিচালকের অপসারণ দাবি করছি, পাশাপাশি আমাদের ন্যায্য পাওনা দাবি করছি।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান জানান, টাকা বরাদ্দ পাওয়ার পর আমরা একটি কমিটি গঠন করি। সেই কমিটির তথ্যের ভিত্তিতে তালিকা তৈরি করে এজি অফিসে পাঠানো হলে সেখান থেকে জানানো হয় প্রয়োজনীয় অর্থ নেই। এ খবরেই কিছু স্টাফরা বিক্ষোভ করেছে।

তিনি জানান, প্রয়োজনীয় অর্থের জন্য সংশ্লিষ্ট দফতরে পত্র পাঠানো হয়েছে। আশা করছি দ্রুতই সমস্যা সমাধান হবে।

ইউএইচ/

Exit mobile version