Site icon Jamuna Television

পরিষ্কার করতে ড্রেনে নেমে পড়লেন কাউন্সিলর; দুধ দিয়ে গোসল করিয়ে দিলো জনতা

ছবি: সংগৃহীত।

রাস্তার পাশের ড্রেনের বেহাল অবস্থা দেখে নিজেই পরিষ্কার করতে নেমে পড়েন পূর্ব দিল্লির কাউন্সিলর হাসিব-উল-হাসান। আর কাদা মাখামাখি হয়ে ড্রেন থেকে উঠে আসার পর তাকে দুধ দিয়ে গোসল করিয়ে দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লির শাস্ত্রী পার্কে। খবর নিউজ এইটিনের।

সামনেই রয়েছে দিল্লিতে পৌরসভা নির্বাচন। নির্বাচনী প্রচার শুরু না হলেও এরইমধ্যে আম আদমি পার্টি (আপ) , বিজেপি, কংগ্রেস নেতারা নেমে পড়েছেন জনসংযোগে। কিন্তু তা করতে গিয়ে আপ কাউন্সিলর হাসিব-উল-হাসান যা করলেন, তা রীতিমতো চমকে দিয়েছে সকলকে। দিল্লির শাস্ত্রী পার্ক এলাকা দিয়ে যাওয়ার সময় ড্রেনের চারপাশে জমা ময়লা, পানি উপচে পড়তে দেখেন ওই কাউন্সিলর। আর তা দেখা মাত্রই পরিষ্কার করতে নেমে পড়েন কাউন্সিলর।

ওই কাউন্সিলর যখন ড্রেন পরিষ্কার করছিলেন, স্থানীয় বাসিন্দারা তার ভিডিও করে নেন। এরইমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা জামা পরে ওই কাউন্সিলর বুক পর্যন্ত কাদা পানিতে নেমে পড়ে তা পরিষ্কার করছেন। তার হাত ধরে রয়েছেন দু’জন।

https://twitter.com/scribe_prashant/status/1506278371503886339?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1506278371503886339%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbengali.news18.com%2Fnews%2Fnational%2Fhaseeb-ul-hasan-aap-councilor-from-east-delhi-jumped-into-an-overflowing-sewage-drain-in-shastri-park-to-clean-it-up-then-milk-bath-sb-766572.html

ইউএইচ/

Exit mobile version