Site icon Jamuna Television

উত্তর কোরিয়ায় চীনা পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৩০

উত্তর কোরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত ৩০ চীনা পর্যটক, আহত প্রায় অর্ধশত। সোমবার ভোরে দেশটির হাওয়াংহি প্রদেশে এসব প্রাণহানির ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গতি হারিয়ে দুর্ঘটনার শিকার হয় বাসটি। পুলিশ ও স্থানীয় উদ্ধারকারীদের তৎপরতায় আহতদের নেয়া হয় হাসপাতালে। তবে তাদের বেশ ক’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এরই মধ্যে চীনা কূটনীতিকদের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। বহির্বিশ্ব থেকে অনেকটাই বিচ্ছিন্ন হলেও বেইজিং এর সাথে সুসম্পর্কের কারণে দেশটিতে চীনা পর্যটকের সংখ্যাই সবচেয়ে বেশি থাকে।

Exit mobile version