Site icon Jamuna Television

কর্মসংস্থান নয়, দেশে দক্ষ মানুষের অভাব: সালমান এফ রহমান

সালমান এফ রহমান। ফাইল ছবি।

দেশে কর্মসংস্থান কোনো অভাব নেই, অভাব দক্ষ মানুষের; এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

বুধবার (২৩ মার্চ) রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কানাডা বাংলাদেশের সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। বলেন, করোনার ধাক্কা কাটিয়ে পোষাক শিল্পে এখন ক্রয় আদেশের অভাব নেই। সেই বিবেচনায় শ্রমিক পাওয়া যাচ্ছে না। দেশে শুধু শিক্ষিত শ্রেণি বাড়ছে, কাজের লোক নেই। তাই বাড়ছে বেকারত্ব।

ক্যারিয়ার পরিকল্পনা না করে পড়াশোনা করায় সংকট বাড়ছে বলে জানান সরকারের এ নীতি নির্ধারক। অনুষ্ঠানে বাংলাদেশের সুশাসন নিশ্চিতে নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নের উপর জোর দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলস।

/এমএন

Exit mobile version