Site icon Jamuna Television

জাতীয় দলকে উপেক্ষা করে ফ্র্যাঞ্চাইজি লিগে আগ্রহ, ক্ষোভ লারার

ছবি: সংগৃহীত।

বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে জাতীয় দলকে উপেক্ষা করছেন অনেক ক্রিকেটার। বিশেষ করে টেস্ট খেলতে রাজ্যের অনীহা তাদের। আর এ নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক ক্যারিবীয়ান তারকা ব্রায়ান লারা।

তার দাবি ক্রিকেটারদের এই প্রবণতা বন্ধে নতুন নিয়ম চালু করুক আইসিসি। তরুণ ক্রিকেটারদের টেস্ট ছেড়ে দেয়া নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। বলেন, আইসিসির উচিত নির্দিষ্ট কিছু ম্যাচ নির্ধারণ করে দিয়ে তারপর ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দেয়া।

আরও পড়ুন: ‘মাতাল হয়ে অনুশীলনে আসেন নেইমার’

সম্প্রতি আইপিএল খেলার জন্য বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া তারকা ক্রিকেটাররা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেই আইপিএলের উদ্দেশে উড়াল দিবেন কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, কুইন্টন ডি কক, এইডেন মার্করাম ও মার্কো জেনসেনের মতো তারকারা। ফলে তাদের খেলা হবে না দুই ম্যাচের টেস্ট সিরিজ। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাবেক ক্যারিবীয় গ্রেট ব্রায়ান লারা।

জেডআই/

Exit mobile version