Site icon Jamuna Television

ইউক্রেনে ন্যাটো পাঠালে তা সরাসরি সংঘর্ষে রুপ নিতে পারে, রাশিয়ার হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত।

ইউক্রেনে শান্তিরক্ষী পাঠানোর বিরুদ্ধে ন্যাটোকে সতর্ক করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বুধবার (২৩ মার্চ) আল জাজিরার প্রতিবেদনে জানা যায় এ তথ্য।

ল্যাভরভ বলেন, ইউক্রেনে ন্যাটো পাঠানো হলে সেটি রাশিয়া এবং ট্রান্সআটলান্টিক সামরিক জোটকে সরাসরি সংঘর্ষের দিকে নিয়ে যেতে পারে। মস্কো স্টেট ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল রিলেশন-এর স্টাফ এবং ছাত্রদের উদ্দেশে সের্গেই ল্যাভরভ বলেন, আমি আশা করি তারা বুঝতে পেরেছে যে তারা কী বিষয়ে কথা বলছে।

গত সপ্তাহে পোল্যান্ড জানায়, বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনে ইউক্রেনে শান্তিরক্ষা মিশন পাঠানোর ব্যাপারে আনুষ্ঠানিকভাবে একটি প্রস্তাব পেশ করবে তারা।

আরও পড়ুন: ‘অস্তিত্ব সঙ্কটে পড়লে অবশ্যই পরমাণু অস্ত্র ব্যবহার করবে রাশিয়া’

এদিকে ন্যাটো শীর্ষ সম্মেলনে পোল্যান্ডের এমন সম্ভাব্য প্রস্তাবের ব্যাপারে সতর্ক করেছে ক্রেমলিনও। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সতর্ক করে বলেন যে, আমাদের সৈন্য এবং ন্যাটো বাহিনীর মধ্যে যেকোনো সম্ভাব্য সংঘর্ষের ভয়াবহ পরিণতি হতে পারে। যা সারিয়ে ওঠা হবে অত্যন্ত কঠিন।

জেডআই/

Exit mobile version