Site icon Jamuna Television

তারেকের নাগরিকত্ব ইস্যুতে প্রতিমন্ত্রীকে উকিল নোটিশ

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেয়া বক্তব্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

সোমবার দুপুরে, রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। তারেক রহমান বাংলাদেশি পাসপোর্ট জমা দিয়ে লন্ডনের পাসপোর্ট নিয়েছেন বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য মিথ্যা বলে দাবি করে প্রমাণ থাকলে তা গণমাধ্যমে প্রকাশ করতে বলেন রিজভী আহমদে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি উল্লেখ করে রিজভী বলেন, আওয়ামী লীগ মুখে মুক্তিযুদ্ধের কথা বলে, কিন্তু তারা নিজেরাই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী দল। তারা মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে।

Exit mobile version