Site icon Jamuna Television

ডি কককে ফিরিয়ে ব্রেক থ্রু দিলেন মিরাজ

ছবি: সংগৃহীত

সেঞ্চুরিয়নে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কককে ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দিলেন মেহেদি হাসান মিরাজ। শুরুতেই ঝড় তোলার ইঙ্গিত দেয়া ইনফর্ম এই উইকেটরক্ষক ব্যাটার ৮ বলে ১২ রান করে মিরাজকে উড়িয়ে মারতে গিয়ে লং অফে ধরা পড়েন মাহমুদউল্লাহর বিশ্বস্ত হাতে।

এর আগে, টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং বেছে নেয় দক্ষিণ আফ্রিকা। ওয়েইন পারনেলের জায়গায় ডোয়াইন প্রিটোরিয়াস, এই একটি পরিবর্তন নিয়ে একাদশ সাজায় টেম্বা বাভুমার দল। শুরু থেকেই বাংলাদেশি বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন দুই প্রোটিয়া ওপেনার ইয়ানেমান মালান ও কুইন্টন ডি কক। তবে মেহেদি মিরাজ বোলিং আক্রমণে এসে ভাঙেন ৪৬ রানের উদ্বোধনী জুটি; তাতে রানের গতিও সাময়িকভাবে কমে যায়।

ক্রিজে এখন আছেন মালান ও কাইল ভেরাইন্না। প্রতিবেদনটি লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রইহ ছিল ৯ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৬ রান। সিরিজটিতে বর্তমানে ১-১’এ সমতা বিরাজ করছে।

আরও পড়ুন: টস জিতে ব্যাটিং বেছে নিল দক্ষিণ আফ্রিকা, দেখে নিন একাদশ

এম ই/

Exit mobile version