Site icon Jamuna Television

জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার অধিকার কোনো দেশের নেই: চীন

ছবি: সংগৃহীত।

রাশিয়া জি-২০ জোটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। জোট থেকে রাশিয়াকে বাদ দেয়ার অধিকার অন্য কোনো দেশের নেই বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

মার্কিন যুক্তরাষ্ট্র জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেওয়ার সম্ভাবনা উত্থাপন করার পরেই বেইজিং বুধবার (২৩ মার্চ) এমন বক্তব্য দিল।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাংবাদিকদের বলেন, জি-২০ হলো আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম। রাশিয়া এর গুরুত্বপূর্ণ সদস্য। কোনো সদস্যের অন্য দেশকে বহিষ্কার করার অধিকার নেই।

এমন বক্তব্য দিয়ে রাশিয়াকে একপ্রকার কূটনৈতিক সুরক্ষাই দিলো চীন। আর তা এমন সময়ে যখন ইউক্রেনে আগ্রাসনের কারণে দেশটি আস্তে আস্তে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছ। অর্থনৈতিক নিষেধাজ্ঞায় জর্জরিত দেশটি।

বেইজিংয়ে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরের পরই দুই দেশের নেতারা নিজেদের মধ্যে ‘সীমাহীন সম্পর্ক’র কথা ঘোষণা করেছেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার হোয়াইট হাউজের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ইঙ্গিত দিয়েছিলেন যে, ইউক্রেনে আগ্রাসনের কারণে আন্তর্জাতিক এই ফোরাম থেকে রাশিয়াকে সরে যেতে চাপ দেয়া হবে। বলেছিলেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠানে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ে রাশিয়ার মতো দেশের জন্য স্বাভাবিক ব্যবসা হতে পারে না। সুলিভানের এমন বক্তব্যের প্রেক্ষিতেই এমন মন্তব্য করলেন ওয়েনবিন।

জেডআই/

Exit mobile version