Site icon Jamuna Television

তামিমের হাফ সেঞ্চুরি, জয়ের পথ দেখাচ্ছেন সামনে থেকে

ফাইল ছবি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ, আর দলকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক তামিম ইকবাল। ৫২ বলেই পূর্ণ করছেন তিনি অর্ধশতক। আর লিটন দাসকে নিয়ে অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতে একটু একটু করে প্রোটিয়াদের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের দিকে এগিয়ে যাচ্ছেন তামিম।

দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনোই সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। অবশ্য এই সিরিজের আগে, প্রোটিয়াদের তাদের মাটিতে কোনো ওয়ানডে ম্যাচে হারানোর ইতিহাসও ছিল না টাইগারদের। অবশ্য সেঞ্চুরিয়নকে যেন নিজের ট্রেনিং গ্রাউন্ড বানিয়ে ফেলেছেন স্পিডস্টার তাসকিন আহমেদ। এই মাঠেই সিরিজের প্রথম ম্যাচে ৩৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ জয়ে নেতৃত্ব দেয়ার পর তৃতীয় ম্যাচে আবার ম্যাচজয়ী স্পেলে ৩৫ রানে তুলে নিয়েছেন তিনি ৫টি উইকেট। সেই সাথে, তৈরি করেছেন ইতিহাস গড়ার প্রেক্ষাপট।

এবার বাকি কাজটুকু করার জন্য লড়াই করছেন টাইগার ব্যাটাররা। তবে প্রোটিয়া বোলিং লাইনআপকে হতাশায় ডুবিয়ে অবিচ্ছিন্ন রয়েছেন তামিম ও লিটন। রাবাদার এক ওভারে ৪টি বাউন্ডারি হাঁকানো তামিম ব্যাট করছেন ৬০ বলে ৬৭ রান করে। লিটনের সংগ্রহ ৩০ রান। প্রতিবেদনটি লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ১৯ ওভারে বিনা উইকেটে ৯৯ রান। জয়ের জন্য এখনও বাংলাদেশের দরকার ১৯৮ বলে ৫৬ রান।

আরও পড়ুন: ৮ বছর অপেক্ষার পর তাসকিনের ৫, বিষে নীল দক্ষিণ আফ্রিকা

এম ই/

Exit mobile version