Site icon Jamuna Television

টাইগারদের প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ফাইল ছবি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সে দেশের মাটিতে প্রথমবারের মতো তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ী হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন, টেস্টেও বাংলাদেশ ক্রিকেট দল জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবে।

সেঞ্চুরিয়নে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে তাসকিন আহমেদের বিধ্বংসী বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ১৫৪ রান অলআউট করে দেয় বাংলাদেশ। এরপর তামিম ইকবালের দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ১ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।

আরও পড়ুন: এই সিরিজ জয় আমার ক্যারিয়ারে সেরা অর্জন: তামিম

এম ই/

Exit mobile version