Site icon Jamuna Television

সাকিব আজ দেশে ফিরবেন

ছবি: সংগৃহীত

ঢাকায় মা, শাশুড়ি, দুই মেয়ে এবং একমাত্র ছেলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। বিপর্যস্ত পরিবারের পাশে থাকতে তাই দক্ষিণ আফ্রিকা সফরের মাঝ পথে বৃহস্পতিবার (২৪ মার্চ) দেশে ফিরে আসছেন সাকিব আল হাসান। তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১ম টেস্টে সাকিবের খেলার ব্যাপারে অনিশ্চয়তা রয়েছে।

জোহানেসবার্গের দ্বিতীয় ওয়ানডের পর থেকেই সাকিবের দেশে ফেরার আলোচনা চলে। বিসিবিও জানিয়ে দেয়, সাকিব যখন খুশি তখনই দেশে ফিরতে পারবে। তবে দলের সাথে থেকে তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচটি খেলার সিদ্ধান্ত নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসানের মা, ছেলে ও দুই মেয়ে। তাদের চিকিৎসা চলছে। সাকিবের পারিবারিক সূত্রে জানা যায়, আগের দুই দিন অচেতন ছিলেন সাকিবের মা। এরপর তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া সাকিবের ছেলে আইজাহ ও ছোট মেয়ে ইররাম নিউমোনিয়াতে আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাকিবের বড় মেয়ে আলাইনাও ঠান্ডা জ্বরে আক্রান্ত। তাদের সকলকেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। এছাড়া সাকিবের শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত। আগের থেকেই তার চিকিৎসা চলছে সম্মিলিত সামরিক হাসপাতালে।

এম ই/

Exit mobile version