Site icon Jamuna Television

ফতুল্লায় ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট:

নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লাগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আগুন ছড়িয়ে পড়েছিল পাচঁ তলা ভবনে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ অগ্নীকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান,বৃহস্পতিবার (২৪ মার্চ) ভোর ছয়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে সস্তাপুর এলাকায় আগুন লাগে খবর পেয়ে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া ও হাজীগঞ্জ থেকে পাচঁটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বর্তমানে আগুন ডাম্পিংয়ের চলছে। এ সময় আগুন ঝুটের গোডাউনে পাশের একটি পাঁচতলা ভবনেও লাগলে ওই ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

/এসএইচ

Exit mobile version