Site icon Jamuna Television

চলে গেলেন জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়

ছবি: সংগৃহীত

মারা গেছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতে মারা যান তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়েছে, গত দু-তিন দিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন অভিষেক। বুধবার একটি রিয়েলিটি শো-তে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। সেই অবস্থাতেই ফিরে যান বাড়িতে।

অল্প সময়ে দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। কিন্তু মাঝে কাজ থেকে দীর্ঘ বিরতি নেন। সম্প্রতি আবার ধারাবাহিকে কাজ শুরু করেছিলেন। অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ টালিউড।

অভিষেক চট্টোপাধ্যায় ১৯৬৪ সালের ৩০ এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন। ১৯৮৬ সালে ‘পথভোলা’ সিনেমা দিয়ে পথচলা শুরু হয়েছিল তার। অভিনেতার উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে, মায়ার বাঁধন, জয়বাবা ভোলানাথ, মায়ের আঁচল, গীত সংগীত, সুজন সখী অন্যতম।

ইউএইচ/

Exit mobile version