Site icon Jamuna Television

সরকার স্বাধীনতা পদক নিয়েও দুর্নীতি করছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব সরকারকে ব্যর্থ ও অযোগ্য দাবি করে বলেছেন, সরকার স্বাধীনতা পদক নিয়েও দুর্নীতি করছে। অনেক ক্ষেত্রে দেয়া হয়েছে মন্ত্রী ও প্রধানমন্ত্রীর স্বজনদের। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, চারদিকে দুর্নীতি লুটপাটে ভয়াবহ অবস্থা। এর থেকে মুক্তির জন্য সরকারকে সরানোর বিকল্প নেই। আওয়ামী সরকার সারাক্ষণ বিএনপিকে নিয়ে দুঃস্বপ্ন দেখে। বিএনপি প্রবলভাবে আছে, সরকারের ঘুম কেড়ে নিয়েছে।

তার দল কখনও বিদেশীদের ওপর নির্ভর করে না উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গৃহবন্দী।

/এমএন

Exit mobile version