Site icon Jamuna Television

জামালপুরে ছাত্রকে বলাৎকারের চেষ্টা, মাদরাসা শিক্ষক আটক


জামালপুরের ইসলামপুরে ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে গোয়ালের চর ইউনিয়নের দারুত তাহফিজ এনামুল খান হিফজুল কোরআন মাদরাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, বুধবার (২৩ মার্চ) রাতে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের দারুত তাহফিজ এনামুল খান হিফজুল কোরআন মাদরাসার নুরানী শাখার ১০ বছর বয়সী এক ছাত্রকে ডেকে নিয়ে শরীর মাসাজ করার কথা বলে মাদরাসার সহকারী শিক্ষক
ছামছুল হক সাজু। এক পর্যায়ে ওই শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টা করে মাদরাসা শিক্ষক সাজু।

সকালে শিশুটির বড়ভাই মাদরাসায় খাবার দিতে গেলে বিষয়টি তাকে জানায়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ওই মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে।

শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মাদ্রাসা শিক্ষক ছামছুল হক সাজুকে আসামি করে ইসলামপুর থানায় মামলা দায়ের করেন।

/এনএএস

Exit mobile version