Site icon Jamuna Television

মিথ্যা প্রচারণা ও সম্মানহানির অভিযোগে তাহেরীর মামলা

ওয়াজ মাহফিলের আয়োজনের নামে মিথ্যা প্রচারণা ও সম্মানহানির অভিযোগে ১৫ জনের বিরুদ্ধে সিলেটের সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেছেন আলোচিত বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে সিলেটের সাইবার ট্রাইব্যুনাল আদালতে হাজির হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন তিনি।

এ সময় তাহেরী অভিযোগ করেন, কোনোরকম যোগাযোগ না করেই গত ২২ শে মার্চ তারিখে সিলেটের বালাগঞ্জ উপজেলার পৈলনপুরে ইসলামি সুন্নি মহাসম্মেলনে হাজির থাকার কথা উল্লেখ করে প্রচারণা চালায় আয়োজক কমিটি। মাহফিলের পোস্টারে তার নাম ছাপানো হয়। মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তাহেরীর পিএস দাবিদার এক ব্যক্তিকে মাহফিল কমিটি ৩৩ হাজার টাকা দিয়েছে বলে দাবি করে ওই কমিটি, যাকে তাহেরী নিজেও চেনেন না।

তাহেরী আরও জানান, এরপর ফেসবুক ইউটিউবে তার নামে নানারকম অপপ্রচার ও কুৎসা রটনা করা হয়। তার বিরুদ্ধে জুতা মিছিল করে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় আয়োজক কমিটি। এ সময় সিলেটে তাকে অবাঞ্চিত ঘোষণা করে তারা। এতে দেশে-বিদেশে তার মান সম্মান ক্ষুণ্ন হয়েছে।

মামলাটি তদন্তপূর্বক দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান গিয়াসউদ্দিন আত তাহেরী। আদালত মামলা আমলে নিয়েছেন। আগামী ৩১ মার্চ এ বিষয়ে আদেশ দেওয়া হবে।

জেডআই/

Exit mobile version