Site icon Jamuna Television

নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ এখন বড় চ্যালেঞ্জ: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, শতভাগ বিদ্যুতায়নের পর এখন বড় চ্যালেঞ্জ নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ। বিদ্যুৎ বিভাগের স্বাধীনতা পুরস্কার ২০২২ পাওয়ার বিষয়ে বৃহস্পতিবার (২৪ মার্চ) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক কৃতিত্বে বিদ্যুৎ খাতে শতভাগ সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন নসরুল হামিদ। বলেন, এ কারণেই স্বাধীনতা পুরস্কার পেয়েছে বিদ্যুৎ বিভাগ।

এ পুরস্কার পাওয়ায় চ্যালেঞ্জ আরও বেড়েছে জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, সারা পৃথিবীতে তেলের দাম যেভাবে বেড়েছে, তাতে সাশ্রয়ী বিদ্যুৎ দেয়া দুরুহ ব্যাপার। এক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবার তাগিদ দেন তিনি।

রোজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের কথা জানান মন্ত্রী। এ সময় দাম বৃদ্ধির প্রস্তাবের বিষয়ে সংশ্লিষ্টদের সহনীয় রাখার পরামর্শ দেন তিনি।

/এমএন

Exit mobile version