Site icon Jamuna Television

পদ্মা সেতুর কাজের অগ্রগতি দেখেছেন ৪৫ দেশের রাষ্ট্রদূত

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য যাওয়ার পথে পদ্মা সেতুর কাজের অগ্রগতি দেখেছেন ঢাকায় নিযুক্ত ৪৫টি দেশের রাষ্ট্রদূত। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হয় রাষ্ট্রদূতদের বহর।

মাঝপথে পদ্মা সেতুর কাজের অগ্রগতি দেখে অভিভূত হন তারা। শুধু দক্ষিণাঞ্চল নয়, এই সেতুকে গোটা দেশের ভাগ্য বদলের হাতিয়ার বলছেন এসব কূটনীতিক। আগামীর সমৃদ্ধ বাংলাদেশের অংশিদারীত্ব বজায় রাখতে চান তারা।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে সাফল্যের নিদর্শন এই সেতু। কূটনীতিকদের এই সফর মাইলফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।

/এমএন

Exit mobile version