Site icon Jamuna Television

গাজীপুরে কৃষক বিল্লাল হত্যা: ১৩ জনের ফাঁসির আদেশ

গাজীপুরে কৃষক বিল্লাল হোসেন হত্যা মামলায় ১৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে এলাহী ভূইয়া এই রায় দেন।

মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন, কালীগঞ্জ উপজেলার ফালান, ছাদির আলী, কাদির, কালাম, বাজিত, আজিজ, ওসমান, আব্দুস ছামাদ, হুমায়ুন, রুস্তম, ফারুক, মানিক এবং আলম। আসামিদের মধ্যে ৬ জন কাঠগড়ায় হাজির ছিল। বাকিরা পলাতক। ১৯৯৫ সালে কথাকাটাকাটির জের ধরে কৃষক বিল্লাল হোসেনকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এঘটনায় তার স্ত্রী রহিমা খাতুন বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Exit mobile version