Site icon Jamuna Television

স্ত্রী ও চার সন্তানের কথা গোপন করে প্রতিবন্ধীকে বিয়ে, যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী ও ৪ সন্তান থাকার পরও প্রতারণা করে এক বুদ্ধি প্রতিবন্ধীকে বিয়ে করে পালিয়ে যাওয়ার মামলায় অবশেষে গ্রেফতার করা হয়েছে প্রতারক রফিক মিয়াকে (২৪)। বৃহস্পতিবার ভোরে তাকে উপজেলার নাটঘর ইউনিয়নের ভান্ডুসার গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

এই ব্যাপারে নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, আদালত থেকে জারি করা গ্রেফতারি পরোয়ানা মূলে রফিক মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রতারণার শিকার ওই প্রতিবন্ধীর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৈরতলার এক দিনমজুরের বাড়িতে রফিক মিয়া নামের এক যুবক আশ্রয় চান। তখন সে জানিয়েছিল তার বাড়ি ময়মনসিংহ এবং সে এতিম, তার কেউ নেই। অসহায় ভেবে সেদিন তাকে আশ্রয় দেয় ওই পরিবার। একপর্যায়ে যুবক রফিক নিজেকে অবিবাহিত দাবি করে দিন মজুরের বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে বিয়ের প্রস্তাব দেন। এতে সেই দিন মজুর রাজি হয়ে তার মেয়েকে বিয়ে দেন। এসময় ঋণ করে তাকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাও কিনে দেন ওই দিনমজুর।

এর কিছু দিন পর জানতে পারেন জেলার নবীনগরে রফিকের মা, বাবা, ভাই, বোন সবাই রয়েছে। শুধু তাই নয় রফিকের স্ত্রী ও চার সন্তানও রয়েছে। বিষয়টি এক পর্যায়ে প্রতারক রফিক সবার কাছে স্বীকার করেন। তার পরিবারকে খবর দিলে মা ও ভাই দিন মজুরের পরিবারকে এসে আশ্বস্ত করেন, তার মেয়েকে তারা রফিকের স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতে নিয়ে যাবেন। এসময় তারা রফিককে নিয়ে চলে গেলেও পরে আর রফিকের কোনো সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় দিনমজুরের পরিবার আদালতে মামলা দায়ের করেন। পিবিআইকে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হলে তারা ঘটনার সত্যতা পায়। এ ঘটনায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে আজ রফিককে গ্রেফতার করে নবীনগর থানা পুলিশ।

/এডব্লিউ

Exit mobile version