Site icon Jamuna Television

‘তারেক তার স্ত্রী-কন্যার পাসপোর্টও সারেন্ডার করেছেন’

শুধু তারেক রহমান নয়, তার স্ত্রী আর কন্যাও বাংলাদেশি পাসপোর্ট সারেন্ডার করেছেন বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আজ সন্ধ্যায় গুলশানের বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।

প্রতিমন্ত্রী বলেন, বিদেশে অবস্থানকালে কারও পাসপোর্ট সারেন্ডার করার অর্থ তিনি নাগরিকত্ব বর্জন করছেন। তিনি  জানান, ২০১৪ সালের ২ জুন তারেক রহমান নিজের ও স্ত্রী-কন্যার পাসপোর্ট ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেন। পরে সেগুলো বাংলাদেশ হাইকমিশনে জমা হয়।

পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও তারেক রহমানের তা নবায়নের জন্য আবেদন করেননি জানিয়ে শাহরিয়ার বলেন, তিনি আসলে দেশে ফিরতে চান না বলেই পাসপোর্ট জমা দিয়েছেন।

তারেক রহমানের উকিল নোটিশ পাঠানোর উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, বিএনপি বিচারবিভাগ নিয়ে সমালোচনা করলেও ধীরে ধীরে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠছে।

Exit mobile version