Site icon Jamuna Television

রাশিয়াকে জড়িয়ে ষড়যন্ত্র, হিলারির বিরুদ্ধে মামলা করলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ মামলায় বর্তমান ক্ষমতাসীন দল ডেমোক্রেটের আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের সাথে রাশিয়ার যোগসাজশ রয়েছে বলে যে অভিযোগ তোলা হয়েছিল, তা নিয়েই এতদিন পর মামলা করেছেন এ রিপাবলিকান নেতা।

ফ্লোরিডার একটি ফেডারেল আদালতে দায়ের করা মামলায় বলা হয়েছে, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে হিলারি ক্লিনটন ও তার সহযোগীরা এক ‘অভাবনীয় ষড়যন্ত্র’ করেছিলেন, যা ছিল বিবেকের ওপর চরম আঘাত ও মার্কিন গণতন্ত্রের স্পষ্ট অবমাননা।

ফ্লোরিডায় ফেডারেল আদালতে ১০৮ পৃষ্ঠার মামলা করেছেন ট্রাম্প। ডেমোক্রেটিক উল্লেখিত ব্যক্তিরা সম্মিলিতভাবে বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগ এনেছিল।

/এনএএস

Exit mobile version