Site icon Jamuna Television

বাগেরহাটে সমাজসেবা কর্মচারীকে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনি এলাকায় নাইম খান (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে গাংনি গ্রামের একটির পরিত্যক্ত বাড়ির উঠান থেকে গুরতর আহত অবস্থায় নাইমকে উদ্ধার করেন
স্থানীয়রা। নাইমকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নাইম গাংনি গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল খানের ছেলে। তিনি উপজেলা সমাজসেবা অফিসে অফিস সহায়ক পদে
চাকুরি করতেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত নাইমের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। অপরাধীদের সনাক্ত করতে গভীর রাত থেকে পুলিশ কাজ শুরু করেছে, অভিযান চলছে।

/এসএইচ

Exit mobile version