Site icon Jamuna Television

আশুগঞ্জ রেলস্টেশনে বাড়ছে চুরি-ছিনতাই, লোকবলের অভাবে জোরদার হচ্ছে না নিরাপত্তা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশন এলাকায় চুরি-ছিনতাই বেড়েই চলেছে। মোবাইল ফোন, নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী খোয়াচ্ছেন যাত্রী ও পথচারীরা। বাদ যাচ্ছেন না রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরাও। স্টেশন এলাকায় রেলওয়ে পুলিশ ফাঁড়ি স্থাপনসহ নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন যাত্রী ও স্থানীয়রা।

জেলার স্টেশন সংলগ্ন রেলসেতু এলাকায় ট্রেনের গতি কিছুটা কমে আসলে, সেই সুযোগে জানালা দিয়ে মোবাইল ছিনিয়ে নেয়া এখন নিত্যদিনের ঘটনা। স্টেশন মাস্টার মো. নুরনবী জানান, স্টেশন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দুই দফা চিঠি দেয়া হয়েছে। কিন্তু লোকবল সংকটের কারণে তারা অতিরিক্ত লোক দিতে পারে না।

অন্যদিকে, পুলিশ বলছে, স্টেশন এলাকা দেখভালের দায়িত্ব রেলওয়ে পুলিশের। তারপরও মাঝেমধ্যে অভিযান চালাচ্ছে তারা। এ বিষয়ে বক্তব্য জানতে বারবার চেষ্টা করা হলেও তাতে সাড়া দেয়নি রেলওয়ে পুলিশ।

এসজেড/

Exit mobile version