Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ার বিপক্ষে আশা জাগিয়েও হারল বাংলাদেশ

নারী ওয়ানডে বিশ্বকাপে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ফেভারিট অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। টাইগ্রেসদের করা ৬ উইকেটে ১৩৫ রানের জবাবে শুরুতে বিপর্যয়ে পড়লেও বেথ মোনি’র হাফ-সেঞ্চুরিতে টানা ৭ম জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

ম্যাচে বৃষ্টির কারণে খেলা নেমে আসে ৪৩ ওভারে। যেখানে দুই ওপেনার মুর্শিদার ১২ আর শারমিন আক্তারের ২৪ রানের পর মিডল অর্ডারে ধস নামে বাংলাদেশের ইনিংসে। তবে ছয়ে ব্যাট করতে নামা লতা মণ্ডল ইনিংস সর্বোচ্চ ৩৩ রান করলে শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান করে টাইগ্রেসরা।

৪৩ ওভারে ১৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অবশ্য শুরুতে ধাক্কা খায় অস্ট্রেলিয়ার নারীরা। এবারের আসরের এখন পর্যন্ত অপরাজিত দলের প্রথম তিন ব্যাটারকে ২৬ রানে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলেন সামলা খাতুন। এরপর ৭০ রানের মধ্যে আরও দুই উইকেট পরলে বিপর্যয়ে পরে অস্ট্রেলিয়া।

তবে ৬ষ্ঠ উইকেট জুটিতে সাদারল্যান্ডকে সাথে নিয়ে হার না মানা ৬৬ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন বেথ মোনি। তার অপরাজিত ৬৬ রানে ৩২ ওভার ১ বলে ৫ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

জেডআই/

Exit mobile version