Site icon Jamuna Television

‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী নয়, রাষ্ট্রীয়ভাবে এক ব্যক্তির জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে’

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী নয়; বরং রাষ্ট্রীয়ভাবে এক ব্যক্তির জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৫ মার্চ) সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি গঠিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, ২৭ মার্চ বিএনপির শীর্ষ নেতারা স্বাধীনতা ঘোষণার অন্যতম মাইলফলক চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র পরিদর্শনে যাবেন। বিএনপি নেতারা বলেন, একতরফাভাবে ইতিহাস বিকৃত করে ভবিষ্যত প্রজন্মের কাছে ভ্রান্ত ধারণা তৈরি করছে সরকার।

/এমএন

Exit mobile version