Site icon Jamuna Television

‘ইউক্রেনে নিক্ষিপ্ত ৬০ শতাংশ রুশ মিসাইলই লক্ষ্যভেদে ব্যর্থ’

ছবি: সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার ছোড়া ৬০ শতাংশ মিসাইলই লক্ষ্যে আঘাত করতে ‘ব্যর্থ’ হয়েছে বলে দাবি করেছেন কয়েকজন সিনিয়র মার্কিন কর্মকর্তা। ব্যর্থ বলতে- উৎক্ষেপণে অক্ষমতা কিংবা অবিস্ফোরণ যেকোনোটি হতে পারে বলে জানিয়েছেন তারা। খবর রয়টার্সের। তবে প্রতিবেদনে দাবি করা ব্যর্থতার এই হার কোনো গণমাধ্যম কর্তৃক যাচাই করা হয়নি।

যুক্তরাষ্ট্রের মতে, ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া অন্তত এক হাজার ১০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এর মধ্যে কতটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে কিংবা সফলভাবে বিস্ফোরণ ঘটেছে সে ব্যাপারে তারা কিছুই জানায়নি।

এদিকে, এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্স জানতে চাইলেও রাশিয়া কোনো মন্তব্য করেনি।

/এসএইচ

Exit mobile version