Site icon Jamuna Television

তৃতীয়বারের মতো মা হলেন ক্যাট

তৃতীয়বারের মতো মা হলেন ব্রিটিশ রাজবধু কেট মিডলটন। আজ সোমবার এক রাজপুত্রের জন্ম দেন ডাচেস অফ কেমব্রিজ। প্রিন্স উইলিয়ামের দ্বিতীয় এই পুত্রসন্তানের মাধ্যমে ব্রিটেন পেল সিংহাসনের পঞ্চম উত্তরাধিকারী।

বিবিসি জানিয়েছে, লন্ডনের সেইন্ট মেরি হাসপাতালে স্থানীয় সময় সোমবার সকাল ১১টা ২ মিনিটে নতুন রাজকুমারের জন্ম হয়। রাজপরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে মা ও শিশু উভয়ই সুস্থ আছেন বলে জানানো হয়েছে।

প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন দম্পতির রয়েছে আরও দুটি সন্তান। বড় সন্তান জর্জ জন্ম নেয় ২০১৩ সালে। এর দুই বছর পর জন্ম নেয় রাজকন্যা শার্লট।

Exit mobile version