Site icon Jamuna Television

মারিউপোল নিয়ন্ত্রণের দাবি চেচেন যোদ্ধাদের

ছবি: সংগৃহীত

চেচেন নেতা রমজান কাদিরভ দাবি করেছেন, ইউক্রেনের অবরুদ্ধ দক্ষিণ-পূর্ব বন্দর শহর মারিউপোলের সিটি হলের নিয়ন্ত্রণ নিয়েছে এবং রাশিয়ার পতাকা উত্তোলন করেছেন তারা।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়, কাদিরভ টেলিগ্রামে চেচেনে একটি ফোন রেকর্ডিংয়ের একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তিনি বলেছিলেন, রাশিয়ান সংসদীয় আইন প্রণেতা অ্যাডাম ডেলিমখানভ আমাদের বীর পুরুষদের সাথে কথা বলছেন। তারা মারিউপোল কর্তৃপক্ষের ভবনটি মুক্ত করেছে এবং এর উপরে আমাদের পতাকা লাগিয়েছে।

অবরুদ্ধ দক্ষিণ বন্দরে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, প্রায় ১ লাখ মানুষ খাদ্য, পানি বা বিদ্যুৎ ছাড়া আটকা পড়েছে এবং রাশিয়ান বাহিনীর প্রচণ্ড গোলাবর্ষণ সহ্য করছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় টুইট করেছে যে, মস্কো প্রায় ৬ হাজার বাসিন্দাকে জোরপূর্বক রাশিয়ান ক্যাম্পে নির্বাসন করে মারিউপোলের বিরুদ্ধে সন্ত্রাসের একটি নতুন পর্ব শুরু করেছে।

/এনএএস

Exit mobile version