Site icon Jamuna Television

চলছিল বিয়ের গুঞ্জন, এরই মাঝে বিচ্ছেদ!

ছবি: সংগৃহীত।

চার বছরের সম্পর্ক শ্রদ্ধা কাপুর আর রোহন শ্রেষ্ঠর। কোনো রকম রাখঠাক ছাড়াই একসাথে হাতে হাত দিয়ে বিভিন্ন স্থানে যেতে দেখা গেছে তাদের। শোনা যাচ্ছিল, চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা। তবে এরই মাঝে নতুন গুঞ্জন। বিচ্ছেদ হয়েছে শ্রদ্ধা-রোহনের?

মূলত, নতুন এই গুঞ্জনের সূত্রপাত শ্রদ্ধার জন্মদিনের পার্টি থেকেই। কয়েক দিন আগে গোয়ায় ধুমধাম করে পালন করা হয়েছে শ্রদ্ধার জন্মদিন। কিন্তু সেই উদযাপনে দেখা যায়নি তার প্রেমিক রোহনকে। ঘনিষ্ঠরা জানিয়েছেন, কাজ নিয়ে বিশেষ ব্যস্ততা ছিল না এই চিত্রগ্রাহতের। তা সত্ত্বেও শ্রদ্ধার বিশেষ এই দিনে তার অনুপস্থিতি দু’জনের বিচ্ছেদের গুঞ্জনকে আরও গাঢ় করেছে।

যদিও এ নিয়ে সরাসরি মুখ খোলেননি এই জুটি। অবশ্য তাদের বিয়ে নিয়ে খুব একটা আপত্তি নেই শক্তি কাপুরের, তেমনটিই তিনি জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে। রোহনের বাবার সাথে এই অভিনেতার বেশ ভালো বন্ধুত্বের সম্পর্ক। তবে সত্যিই শ্রদ্ধা-রোহনের বিচ্ছেদ হয়েছে কি না তা নিয়েই চলছে নানা জল্পনা।

এসজেড/

Exit mobile version