Site icon Jamuna Television

রুয়েটের বাস চালককে কুপিয়ে হত্যা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাস চালক আব্দুস সালামকে ক্যাম্পাসের ভেতর হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত সাড়ে ৯ টার দিকে শেখ হাসিনা হলের সামনের রাস্তায় তাকে ছুরিকাঘাত ও মাথায় জখম করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

রুয়েটের সিকিউরিটির অ্যাসিসটেন্ট ডিরেক্টর জানান, সরকারি বাসভবনের নিজ বাসা থেকে কিছু দুরে গুরুতর জখম অবস্থায় রাস্তার ওপর পড়ে ছিল সালাম। এ অবস্থায় কর্মচারীরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মতিহার থানার ওসি (তদন্ত) জানান, তার পেটে ছুরিকাঘাত এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ জিআই পাইপ ও লোহার রড উদ্ধার করেছে।

যমুনা অনলাইন: আরএম

Exit mobile version