Site icon Jamuna Television

ইউক্রেনে থিয়েটারে হামলা, ৩শ’ নিহতের আশঙ্কা

ছবি: সংগৃহীত

ইউক্রেনের মারিউপোলের এক থিয়েটারে ১৬ মার্চ হামলা চালায় রুশ বাহিনী। শক্তিশালী বোমা দিয়ে সেখানে হামলা চালায়। সেই হামলার এতোদিন পর আজ শুক্রবার (২৫ মার্চ) হতাহতের খবর প্রকাশ করা হয়েছে। সেই হামলায় অন্তত ৩০০ জন নিহতের আশঙ্কা করা হচ্ছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায় মারিউপোলের ড্রামা থিয়েটারে অন্তত ৩০০ ব্যক্তি নিহত হয়েছে। এর আগে ইউক্রেনের কর্মকর্তারা জানান, সেই থিয়েটারে এক হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছিল।

সিএনএন’র এক প্রতিবেদনে বলা হয়, মারিউপোলে রুশ বাহিনীর গোলাবর্ষণ একদিকে যেমন অব্যাহত রয়েছে অন্যদিকে সেখানকার বাসিন্দারা নিহত প্রিয়জনদের গণকবরে দাফন করছেন।

/এনএএস

Exit mobile version