Site icon Jamuna Television

খাবার চেখে দেখতে বাংলাদেশে এলেন মীর

বাংলাদেশে এসেছেন মীর। ছবি: ফেসবুক

খাবার চেখে দেখতে বাংলাদেশে এলেন ভারতের জনপ্রিয় উপস্থাপক ও আরজে মীর আফসার আলী। ফুডকা নামক একটি ইভেন্টের অংশ হিসেবে বাংলাদেশে শুক্রবার (২৫ মার্চ) এসে পৌঁছেছেন মিরাক্কেল’খ্যাত মীর।

নিজের ভ্যারিফায়েড ফেসবুকে নিয়মিত পোস্ট দেয়ার মাধ্যমে বাংলাদেশে আসার হালনাগাদ তথ্য জানিয়ে আসছেন মীর। বাংলাদেশে এসে যে স্থানীয় খাবার বেশ তৃপ্তির সাথেই খাচ্ছেন তিনি, সেটিও একটি ভিডিও প্রকাশের মাধ্যমে জানিয়েছেন মীর। এছাড়া, বাংলাদেশকে ‘সেকেন্ড হোম’ হিসেবে অভিহিত করে মীর জানিয়েছেন, দুই বছরেরও বেশি সময় পর এদেশে এলেন তিনি।

ছবি: ফেসবুক

মীর আফসার আলী ভারতীয় বাংলা গণমাধ্যমের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। ডিডি বাংলার একটি খবরভিত্তিক অনুষ্ঠানের মাধ্যমে টেলিভিশনে তার আবির্ভাব হলেও জি বাংলায় প্রচারিত রিয়েলিটি শো মীরাক্কেল’এর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন মীর। এছাড়াও রেডিও মিরচিতে কাজ করেছেন এই জনপ্রিয় উপস্থাপক।

এম ই/

Exit mobile version