Site icon Jamuna Television

দেশে ফিরেছেন মাহমুদউল্লাহ, আফিফ ও নাসুম

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা থেকে শুক্রবার (২৫ মার্চ) দেশে ফিরেছেন ওয়ানডে দলের ৩ ক্রিকেটার। সকাল সাড়ে ৯টায় দেশে পৌঁছান তারা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতার পর দল এখন ডারবানে টেস্ট প্রস্তুতিতে ব্যস্ত। এদিকে ওয়ানডে দলের ৩ সদস্য মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ও নাসুম আহমেদ ফিরে এসেছেন দেশে। এবার চলমান ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে নিজ নিজ দলে যোগ দেবেন তারা।

এদিকে, দক্ষিণ আফ্রিকা ছেড়েছেন পেসার মোস্তাফিজুর রহমানও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিতে বৃহস্পতিবার (২৪ মার্চ) সেখান থেকে সরাসরি ভারতে উড়ে গেছেন তিনি। এর আগে, দক্ষিণ আফ্রিকায় ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। পারিবারিক কারণে ফিরে এসেছেন তিনি। তবে তিনি টেস্ট দলে আছেন।

আরও পড়ুন: ‘আইপিএলে সাকিব ভাই না থাকায় বাংলাদেশি দর্শকরা আমার দিকেই তাকিয়ে থাকবে’

এম ই/

Exit mobile version