Site icon Jamuna Television

সেচের পানি না পেয়ে সাঁওতাল কৃষকদের বিষপান, মারা গেলেন অপর কৃষকও

ধানের জমিতে সেচের পানি না পেয়ে অভিমানে বিষপান করা সাঁওতাল নৃগোষ্ঠীর অপর কৃষকও মারা গেছেন। কৃষক রবি মার্ডি সাড়ে নয়টার দিকে মারা যান। এর আগে আত্মহত্যা করেছেন রাজশাহীর কৃষক অভিনাথ মার্ডি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রবি মার্ডি। এঘটনায় এনিয়ে দুজন আদিবাসী কৃষক মারা গেলেন।

এদিকে মৃত কৃষক অভিনাথ মার্ডির স্ত্রী রোজিনা হেমব্রম বাদী হয়ে গোদাগাড়ী থানায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ডিপ অপারেটর শাখাওয়াতের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করেছেন।

এর আগে কৃষক অভিনাথ মার্ডির পরিবারের সদস্যরা জানিয়েছে, নিহতের পরিবারের অভিযোগ, অভিনাথ উপজেলার ঈশ্বরীপুর মাঠে ধানের জমিতে পানি সেচ দেওয়ার জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ডিপ অপারেটর শাখাওয়াতের কাছে ১২ দিন ধরে ঘুরছিলেন। কিন্তু তাদের সেচের পানির দেওয়া হয়নি। এদিকে, পানি শুকিয়ে ধানি জমি বিবর্ণ হতে থাকে। সবশেষ বুধবার আবারও ডিপ অপারেটরের কাছে সেচের পানির জন্য যান অভিনাথ ও রবি। কিন্তু সিরিয়াল না পেয়ে তারা এক সঙ্গে বিষ পান করেন।

প্রসঙ্গত, ওই গভীর নলকুপের অধীনে ১৭০ জন কৃষকের ২৬৫ বিঘা জমি রয়েছে। সিরিয়াল অনুযায়ী তাদের পানি সরবরাহ করার কথা। খরা মৌসুমে পানির কিছুটা সংকট থাকে। পরিবার এবং স্থানীয়রা ১২ দিন ধরে জমিতে পানির সিরিয়াল না দেয়ার অভিযোগ করলেও ডিপ টিউবওয়েল অপারেটর শাখাওয়াত হোসেন এ অভিযোগ অস্বীকার করেছেন।

/এডব্লিউ

Exit mobile version