Site icon Jamuna Television

অলিখিত ফাইনালে ভারতকে হারিয়েও রানারআপ বাংলাদেশ

ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবলের অলিখিত ফাইনালে ভারতের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশ। কিন্তু গোল ব্যবধানের দৌড়ে পিছিয়ে পড়ার কারণে রানারআপ হয়ে ফিরতে হল শামসুন্নাহার-শাহেদা আক্তারদের।

ভারতের জামসেদপুরে আয়োজিত এই টুর্নামেন্টের অলিখিত ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জয়ের সুযোগ ছিল বাংলাদেশের। সমান চারটি করে ম্যাচ খেলেছে দুই দল, যেখানে দুইদলই তিনটি করে জয় পেলেও ভারত গোল ব্যবধানে এগিয়ে ছিল। চ্যাম্পিয়ন হতে হলে এই ম্যাচে কমপক্ষে ২ গোলের ব্যবধানের জয় দরকার ছিল বাংলাদেশের।

বাংলাদেশের হয়ে ম্যাচের ৭৪ মিনিটে জয়সূচক গোলটি করেন আকলিমা। তবুও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে।

আরও পড়ুন: দেশের ফুটবলে পাতানো ম্যাচ, জড়িত কাওরান বাজার প্রগতি সংঘ

এম ই/

Exit mobile version