Site icon Jamuna Television

দুর্গাপূজা রাত ৮টার মধ্যে শেষ করার অনুরোধ

এবার শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তার জন্য র‍্যাব-পুলিশের পাশাপাশি ১ লাখ ৬৮ হাজার আনসার সদস্য মোতায়েন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন আজ রোববার সচিবালয়ে পূজা অনুষ্ঠান ও নিরাপত্তা সংক্রান্ত এক সভায় এ তথ্য জানান।

সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গতবার সারাদেশে ২৯ হাজার ৩০০ মণ্ডপে পূজা হয়েছিল। এবার ৩০ হাজার ৭৭ মন্দিরে পূজা হবে।

পূজার শুরু থেকে বিসর্জন পর্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনও নাশকতাকারী উৎসবে যেন বাধা সৃষ্টি না করতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে।

ঢাকায় ২৩১টি পূজা মণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মন্ত্রী বলেন, ঢাকেশ্বরী, রমনা, বনানী, কলাবাগানসহ বড় বড় পূজা মণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পূজা উদযাপন কমিটিকে বলা হয়েছে, প্রত্যেক মন্দিরে যেন তারা সিসি ক্যামেরা, আর্চওয়ে, মেটাল ডিটেক্টরসহ নিরাপত্তা সামগ্রী রাখেন।

আইনশৃঙ্খলা বাহিনী নির্ধারিত বিসর্জনের সময় মানার আহ্বান জানিয়ে রাত ৮টার মধ্যে বিসর্জন শেষ করার কথা বলা হয়। বিকাল ৩টা থেকে ঢাকেশ্বরী মন্দির থেকে বিসর্জনের শুরু হবে বলেও জানান মন্ত্রী।

/কিউএস

 

Exit mobile version